15.2 C
New York

কৃষি জমির মাটি কাটার অপরাধে চার লাখ টাকা জরিমানা

Published:

খাগড়াছড়ির রামগড়ে ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার অপরাধে আব্দুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তিকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ এপ্রিল) বিকালের দিকে রামগড়ের রুপাইছড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডিত মাটি ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন রামগড় পৌরসভার বাগানটিলা এলাকার বাসিন্দা আবদুল জলিলের ছেলে।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতা আফরিন ভ্রামম্যাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে রামগড় থানার উপপরিদর্শক (এসআই) ফারুক উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে একটি মহল অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে আসছিল। গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে অপরাধ করায় দোষী ব্যক্তিকে চার লাখ টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়।

এ বিষয়ে মমতা আফরিন জাগো নিউজকে বলেন, রামগড়ের কোথাও অবৈধ উপায়ে খননযন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবে না। উপজেলা প্রশাসন এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মুজিবুর রহমান ভুইয়া/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img