12.7 C
New York

কাজ না পেয়ে প্রকৌশলীর শার্টের কলার ধরলেন ঠিকাদার

Published:

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক প্রকল্প পরিচালকের কাছে কাজের জন্য দেনদরবার করতে গিয়ে স্বয়ং প্রকল্প পরিচালকের (পিডি) শার্টের কলার ধরে বসেন ঠিকাদার। আজ রোববার দুপুরে রাজশাহীতে বরেন্দ্র ভবনে এ ঘটনা ঘটেছে। ঘটনাটি অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদার সামনেই ঘটেছে। তিনি ঘটনার কথা স্বীকার করেছেন।

ভুক্তভোগী প্রকৌশলীর নাম সুমন্ত কুমার বসাক। তিনি বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী। তিনি ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে নাটোর জেলায় সেচ সম্প্রসারণ প্রকল্পের পরিচালক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি ৫০টি কাজের দরপত্র আহ্বান করেন সুমন্ত কুমার বসাক। তিনি কাজটি পাঁচ থেকে সাতজন ঠিকাদারের মধ্যে ভাগ করে দেওয়ার পর সাত দিন ধরে কার্যালয়ে আসেননি। ঠিকাদারদের অভিযোগ, তিনি রাজশাহীর একজন ঠিকাদারকেও কোনো কাজ দেননি। কাজ দেওয়া হয়েছে নাটোর, নওগাঁ ও ঈশ্বরদীর ঠিকাদারদের। এ ঘটনার পর রোববার সুমন্ত কুমার অফিসে আসেন। এ সময় ঠিকাদারেরাও বরেন্দ্র ভবনে যান। তখন সুমন্ত কুমার অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুলের কক্ষে ঠিকাদারদের নিয়ে বসেন। সেখানে ঠিকাদার সাকির হোসেন ওরফে লস্কর বাবু প্রকৌশলী সুমন্ত কুমার বসাকের সঙ্গে তর্ক জুড়ে দেন। একপর্যায়ে পাশে বসা স্থানীয় ঠিকাদার মো. রাসেল প্রকৌশলী সুমন্ত কুমার বসাকের শার্টের কলার চেপে ধরেন। এ নিয়ে তুমুল হট্টগোল হয়। একপর্যায়ে ঠিকাদারদের শান্ত করে বের করে দেওয়া হয়।

Related articles

Recent articles

spot_img