17.2 C
New York

কমিশন নাকি আরেকটা রাজনৈতিক দলের ওপর অনাস্থা, বুঝতে পারছি না: সিইসি

Published:

জবাবে সিইসি বলেছেন, ‘আমাদের ওপর অনাস্থা, নাকি আরেকটা রাজনৈতিক দলের ওপর অনাস্থা, সেটা আমি বুঝে উঠতে পারছি না। নির্বাচন কমিশন কী করবে? একজনের দায় আরেকজনের ওপর চাপিয়ে দেওয়া আমি সমীচীন মনে করি না।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে অসীম ক্ষমতার অধিকারী মনে করা হয়। কিন্তু সংবিধানে নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। একটা নির্ধারিত পদ্ধতিতে, একটা নির্ধারিত সময়ের মধ্যে আমাকে নির্বাচনটা করতে হবে।’

নির্বাচন বিশেষজ্ঞরা এই নির্বাচনকে একধরনের ‘সিলেকশন নির্বাচন’ বলছেন। বিএনপিসহ ১৬টি দল নির্বাচনে অংশ নিচ্ছে না। এতে এই নির্বাচনকে ঘিরে নতুন কোনো সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখেন কি না?—এক সাংবাদিকের এ প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘শুধু সিলেকশন নয়, আরও অসংখ্য অভিধায় অভিষিক্ত করে অনেকে বক্তব্য দিয়েছেন। যাঁরা বক্তব্যগুলো দিচ্ছেন, তাঁরা তাঁদের নিজস্ব বোধগম্যতা থেকে, নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে এই বিশেষণগুলো প্রয়োগ করছেন। আমরা স্পষ্ট করে জানিয়েছি যে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন আয়োজন করা। রাজনৈতিক কোনো বিতর্কে জড়িত হওয়া বা সম্পৃক্ত হওয়া আমাদের কাজ নয়। আমরা নির্বাচনটাকে নির্বাচনের মতো করে আয়োজন করতে যাচ্ছি। কাজেই যে বিতর্কের কথা বলেছেন, সেটা রাজনৈতিক পরিমণ্ডলে থাকবে। এর হয়তো সুরাহা একসময় রাজনীতিবিদেরা করবেন। আমাদের অনুগ্রহ করে সহযোগিতা করবেন নির্বাচনটাকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করতে।’

Related articles

Recent articles

spot_img