15.6 C
New York

কনকাশন বিতর্ক আর বোলারদের দাপটের দিন

Published:

বিকেএসপিতে শতকের দেখা পেয়েছেন শাইনপুকুরের ইরফান শুক্কুর। তাঁর ৮৮ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে ৯ উইকেটে ২৫৬ রান করে শাইনপুকুর। জবাবে লিজেন্ডস অব রূপগঞ্জ ৯ উইকেটে করে ১৮৯ রান। সেটাও নিচের দিকের ব্যাটসম্যান আবদুল হালিমের অপরাজিত ৬৭ বলে ৬০ রানের সৌজন্যে। শাইনপুকুর জিতেছে ৬৭ রানে।

শাইনপুকুরের ইনিংসের সময় কনকাশন বিতর্কের কারণে খেলা বন্ধ ছিল ৩০ মিনিটের মতো। হালিমের করা ৪৩তম ওভারের চতুর্থ বলে দৌড়ে রান নিতে গিয়ে পেসার রবিউল হক পড়ে গিয়ে চোট পান। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রূপগঞ্জ ব্যাটিংয়ে নেমে দেখে রবিউলের কনকাশন সাব হিসেবে মাঠে নেমেছেন শাইনপুকুরের পেসার মুকিদুল ইসলাম।

রূপগঞ্জের কর্মকর্তারা এর প্রতিবাদ করেন। ম্যাচ রেফারি সাঈদ আসিফ হোসেনের সঙ্গে এ নিয়ে কথা–কাটাকাটিও হয় তাঁদের। একপর্যায়ে দুই দলের খেলোয়াড়েরাই ড্রেসিংরুমে ফিরে যান। শেষ পর্যন্ত রূপগঞ্জ অধিনায়ক মাশরাফির মধ্যস্থতায় আবার খেলা শুরু হয়। মুকিদুল ৮ ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। আরেক পেসার নাহিদ রানা ৮ ওভারে ১১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

রূপগঞ্জের দাবি, শাইনপুকুর রবিউলের চোট নিয়ে ছলচাতুরীর আশ্রয় নিয়েছে। রবিউলের পায়ের চোটকে মাথার চোট হিসেবে দেখিয়ে কনকাশন সাব নিয়মের সুযোগ নিয়েছে। তবে এ নিয়ে তারা কোনো আনুষ্ঠানিক অভিযোগ করবে না বলে জানিয়েছে ক্লাব সূত্র। নাম প্রকাশ না করার শর্তে ক্লাবের এক কর্মকর্তা বলেছেন, ‘অভিযোগ করে কোনো লাভ নেই। তারা নিয়মের ফাঁক বের করে তাদের সিদ্ধান্তই সঠিক বলবে।’

Related articles

Recent articles

spot_img