19 C
New York

এসডিজি বাস্তবায়নে বিজেআরআইয়ের পর্যালোচনা সভা

Published:

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) সংশ্লিষ্ট কার্যক্রম, অগ্রগতি, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ করণীয় পর্যালোচনা শীর্ষক একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিজেআরআই এর মানিক মিয়া অ্যাভিনিউস্থ প্রধান কার্যালয়ে উক্ত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) কর্মপরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিজেআরআই মহাপরিচালক আবদুল আউয়াল।

এসময় বিজেআরআই মহাপরিচালক বলেন, আমাদের বিজ্ঞানীদের সক্ষমতা রয়েছে এবং এসডিজি সংক্রান্ত সকল প্রকল্প বাস্তবায়ন হলে বিজেআরআই ২০৩০ সালে এসডিজি এর লক্ষমাত্রা পূরণ করে অভীষ্ট লক্ষ্যে পৌছতে পারবে।

তিনি আরও বলেন, এসডিজি বাস্তবায়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়, সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভায় বক্তারা জানান, বিজেআরআই-এর এসডিজি অ্যাকশন প্ল্যানে অন্তর্ভুক্ত প্রকল্প হতে চারটি প্রকল্প সমাপ্ত হয়েছে, দুটি প্রকল্প মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন এবং ১২ টি প্রকল্পের সব সদস্যকে দ্রুত ডিপিপি প্রণয়ন করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (কারিগরি) মোসলেম উদ্দিন, পরিচালক (জুট-টেক্সটাইল) ড. ফেরদৌস আরা দিলরুবা, পরিচালক (কৃষি) ড. নার্গীস আক্তার, পরিচালক (পিটিসি) ড. মাহমুদ আল হোসেন, পরিচালক (প্রশাসন ও অর্থ) কৃষিবিদ ড. এস. এম. মাহবুব আলীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

সভায় আলোচ্য বিষয়ের ওপর বিস্তারিত উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জাকির হোসেন।

এনএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img