15.6 C
New York

ঋণ দিতে অসহযোগিতা করছে ব্যাংক

Published:

বৈঠকে বক্তব্য দেন বস্ত্রকলমালিকদের সংগঠন বিটিএমএর পরিচালক মো. খোরশেদ আলম, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির (বাইশিমাস) সভাপতি আবদুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষক মেলিতা মেহজাবীন, এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক আবদুস সালাম সরদার, রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান, লেদারিনার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসলিমা মিজি, স্টুডিও বিবিআনার এমডি লিপি খন্দকার, কালিন্দীর নির্বাহী পরিচালক মুনিয়া জামান, বাণীস ক্রিয়েশনের প্রতিষ্ঠাতা তাহমিনা আহমেদ, তানিন স্পোর্টসের প্রতিষ্ঠাতা জিয়াউল হক, আর্টিফ্যাক্টের প্রতিষ্ঠাতা শোহেলী নাজনীন, আইডিএলসির হেড অব রিজিওনাল বিজনেস খন্দকার মারুফ মমিন ও মিডিয়া লিড মোহাম্মদ আছিফ হুসেইন।

তাসলিমা মিজি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, উদ্যোক্তা হিসেবে তাঁর শুরুটা সুখকর ছিল না। একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে ব্যাংক থেকে ন্যূনতম সহযোগিতা তিনি পাননি। তিনি আরও বলেন, ‘কেউ বলেনি তোমাকে সহযোগিতা করতে চাই। ব্যবসা করতে এসে আমার মনে হয়েছে বড় অপরাধ করে ফেলেছি।’ কর ও ভ্যাট দেওয়ার ক্ষেত্রে ক্ষুদ্র উদ্যোক্তাদের সমস্যা হচ্ছে বলে তিনি জানান।

আরেক উদ্যোক্তা শোহেলী নাজনীন অভিযোগ করেন, ব্যবসার জন্য ব্যাংক থেকে ঋণ পাওয়া কঠিন। পদে পদে হয়রানি করে। ঈদুল ফিতরের আগ থেকে অনেক চেষ্টা করেও ব্যাংকের অসহযোগিতার কারণে পণ্য রপ্তানি করতে পারেননি বলে অভিযোগ করেন তিনি।

Related articles

Recent articles

spot_img