15.8 C
New York

ইউপি চেয়ারম্যানের পদ ছেড়ে উপজেলা নির্বাচনে

Published:

নেত্রকোনায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বর্তমান দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। এজন্য তারা ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।

রোববার মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা কবির এবং বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারজানা আক্তার ববি এ তথ্য নিশ্চিত করেছেন।

দুই প্রার্থী হলেন বারহাট্টা সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেন ও মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল। তারা দুজনই পরপর তিনবার সংশ্লিষ্ট ইউপিতে নির্বাচিত হয়েছেন।

পদত্যাগের পর ওই দুই ইউনিয়নে সদস্য থেকে নির্বাচিত প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে ২১ মে বারহাট্টায় উপজেলা পরিষদ নির্বাচন হবে। আর মোহনগঞ্জে তৃতীয় ধাপে ২৯ মে নির্বাচন হবে। বারহাট্টায় কাজী শাখাওয়াতসহ মোট দুজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর মোহনগঞ্জে আমিনুল ইসলাম খান সোহেলসহ মোট চারজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন, গত ২১ এপ্রিল সদর ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন কাজী শাখাওয়াত হোসেন। পরদিন প্যানেল চেয়ারম্যান-১ নূরুল আমিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা কবির বলেন, গত ২৯ এপ্রিল ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন আমিনুল ইসলাম খান সোহেল। পরদিন প্যানেল চেয়ারম্যান -১ ফখরুল আলমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

এইচ এম কামাল/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img