Home Defence আয়ারল্যান্ডে উচ্চশিক্ষা: আবেদনের পদ্ধতি, খরচ, বৃত্তিসহ সুযোগ-সুবিধা কেমন

আয়ারল্যান্ডে উচ্চশিক্ষা: আবেদনের পদ্ধতি, খরচ, বৃত্তিসহ সুযোগ-সুবিধা কেমন

91
0
আয়ারল্যান্ডে উচ্চশিক্ষা: আবেদনের পদ্ধতি, খরচ, বৃত্তিসহ সুযোগ-সুবিধা কেমন

অ্যাপয়েন্টমেন্ট ও আবেদনপত্র জমা—

আবেদনপত্র জমা দেওয়ার জন্য আগে ভিসা আবেদন কেন্দ্রের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্টের তারিখসহ একটি অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণ ই-মেইল দেওয়া হবে। সে তারিখ অনুযায়ী দূতাবাসে উপস্থিত হয়ে আঙুলের ছাপ, ছবি তোলাসহ বায়োমেট্রিক তথ্য প্রদান সম্পন্ন করতে হবে।

দূতাবাসের ঠিকানা: সি-১৭, মালচা মার্গ, চাণক্যপুরি, নিউ দিল্লি, দিল্লি-১১০০২১, ভারত
প্রত্যেক আবেদনকারীর জন্য ভিসা ফ্যাসিলিটেশন সার্ভিস চার্জ ৩ হাজার ৫১৮ রুপি। ভিসা ফি সিঙ্গেল ন্ট্রির জন্য ৫ হাজার ৩০০ রুপি এবং মাল্টিপল এন্ট্রির ক্ষেত্রে ৯ হাজার রুপি।

ভিসা প্রক্রিয়াকরণের সময়

স্টাডি ভিসা হাতে পেতে সময় লাগে ৩০ কার্যদিবস থেকে ২ ক্যালেন্ডার মাস। তবে অনাকাঙ্ক্ষিত কারণে আরও সময় লাগতে পারে। তাই অপ্রত্যাশিত বিলম্ব এড়াতে ভ্রমণের তারিখের ৬ থেকে ৮ সপ্তাহ আগে আবেদন করা উচিত। ভিসা চূড়ান্ত হলে তা প্রয়োজনীয় নথির আসল কপিগুলোসহ কুরিয়ারের মাধ্যমে ফেরত দেওয়া হয়।

পড়াশোনা ও জীবনযাত্রার খরচ

ইউরোপের দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মূলত তিন ধরনের। পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট অব টেকনোলজি (আইওটি)। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় অধ্যয়ন ফির পরিমাণ ১৪ থেকে ২১ হাজার ইউরো। প্রাইভেট প্রতিষ্ঠানগুলোয় খরচ হতে পারে ১২ থেকে ১৪ হাজার ইউরো। আইওটিতে পড়ার ক্ষেত্রে বাজেট রাখতে হবে ১০ থেকে সাড়ে ১২ হাজার ইউরো। এখানে স্নাতকের জন্য ব্যয় হতে পারে বার্ষিক ৯ হাজার ৮৫০ থেকে ২৫ হাজার ৫০০ ইউরো। স্নাতকোত্তর ও ডক্টরাল ডিগ্রির জন্য বার্ষিক খরচ ৯ হাজার ৫০০ থেকে ৩৪ হাজার ৫০০ ইউরো।

এগুলোর মধ্যে অধ্যয়নের সবচেয়ে ব্যয়বহুল বিষয় হচ্ছে মেডিসিন অ্যান্ড হেলথ সায়েন্স।

জীবনযাত্রা বাবদ আয়ারল্যান্ডের অধিকাংশ শহরে প্রতি মাসে গড়ে ৫৫০ থেকে ১ হাজার ইউরো পর্যন্ত বাজেট রাখতে হয়। ডাবলিন ও ক্যাটের মতো বড় শহরগুলোয় থাকার জন্য সম্ভাব্য মাসিক বাজেট ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ ইউরো। কর্কে প্রতি মাসে খরচ হতে পারে ৮৬০ থেকে ১ হাজার ৪০০ ইউরো। অন্যদিকে গালওয়ের মতো ছোট শহরগুলোয় জীবনযাত্রার গড় খরচ প্রতি মাসে ৮০০ থেকে ১ হাজার ১০০ ইউরো।

আয়ারল্যান্ডের সেরা কয়েকটি স্কলারশিপ

অধ্যয়ন ও জীবনযাত্রার ব্যয়ভার সামলাতে আয়ারল্যান্ডে রয়েছে পর্যাপ্ত স্কলারশিপের ব্যবস্থা। তার মধ্যে আইরিশ গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন স্কলারশিপ ব্যাচেলর, মাস্টার্স বা পিএইচডি প্রতি স্তরে ১০ হাজার ইউরো পর্যন্ত খরচ বহন করে। হায়ার স্টাডিজ অথরিটি ইন্টারন্যাশনাল স্কলারশিপ টিউশন ফির পাশাপাশি ১০ হাজার ইউরো করে উপবৃত্তি দিয়ে থাকে।

জনপ্রিয় স্পনসর ইরাসমাস মুন্ডাস মাস্টার্সের জন্য সম্পূর্ণ টিউশন ও মাসিক ভাতা প্রদান করে। গো ওভারসিজ ফুল টিউশন স্কলারশিপেও পুরো টিউশন ফির কভারেজ পাওয়া যায়। এন্টারপ্রাইজ আয়ারল্যান্ডস এডুকেশন আয়ারল্যান্ড স্কলারশিপের পরিমাণ তিন থেকে পাঁচ হাজার ইউরো।
বিশ্ববিদ্যালয় পরিচালিত স্পনসরশিপের মধ্যে রয়েছে—

  • ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের গ্লোবাল এক্সিলেন্স স্কলারশিপ: সর্বোচ্চ ১০ হাজার ইউরো

  • লিমেরিক বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল এডুকেশন স্কলারশিপ: ৩ হাজার ইউরো

  • ডাবলিন সিটি ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্কলারশিপ: ২ থেকে ৭ হাজার ইউরো

  • গালওয়ের আয়ারল্যান্ডস ন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ: সর্বোচ্চ ৫ হাজার ইউরো

  • মায়নুথ বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল মাস্টার্স স্কলারশিপ: ২ হাজার ইউরো

  • ডাবলিন ইনস্টিটিউট অব টেকনোলজির সেন্টিনারি স্কলারশিপ প্রোগ্রাম: ১০ হাজার ইউরো

আয়ারল্যান্ডে অধ্যয়নে আর্থিক ব্যবস্থাপনা

পড়াশোনার পাশাপাশি কাজ করতে হলে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে। সাধারণত ইমিগ্রেশন স্ট্যাম্প-২ অধিকারী ছাত্রছাত্রীদের এই পারমিটের আওতায় অন্তর্ভুক্ত করা হয়। যতক্ষণ পর্যন্ত এই ইমিগ্রেশন স্ট্যাম্প-২ নথি বৈধ থাকে, ততক্ষণ বৈধ থাকে ওয়ার্ক পারমিট। এর জন্য শিক্ষার্থীদের একটি ব্যক্তিগত পাবলিক সার্ভিস নম্বর (পিপিএস নম্বর) পেতে হয়। আর এই নম্বর পাওয়া যায় কোনো একটি কাজে নিয়োগ পাওয়ার মাধ্যমে। একজন নিয়োগকর্তা শুধু একটি পিপিএস নম্বর সরবরাহ করতে পারেন।

এই পারমিটে প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করার অনুমতি দেওয়া হয়। তবে শীত ও গ্রীষ্মের ছুটিতে ফুলটাইম কাজ করার সুযোগ পাওয়া যায়। আয়ারল্যান্ডের খণ্ডকালীন চাকরিগুলোর সর্বনিম্ন বেতন প্রতি মাসে ৭৩৩ ইউরো বা প্রায় ৯৩ হাজার ১৯০ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here