15.1 C
New York

আমিরাতে বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

Published:

সংযুক্ত আরব আমিরাতে বহুতল ভবন থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি। আমিরাতের অমল কুইন এলাকায় বৃহস্পতিবার (২ মে) এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত আনোয়ার হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার মনিয়ন্দে চলছে শোকের মাতম। নিহতের স্বজনদের দাবি আনোয়ারের মরদেহ যেন সরকাররি ব্যবস্থাপনায় দেশের মাটিতে ফিরিয়ে আনা হয়।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য ২০০৪ সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ছাত্রলীগের তৎকালীন সভাপতি আনোয়ার হোসেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের অমল কুইন এলাকার একটি প্লাস্টিক কারখানায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে বহুতল ভবন থেকে পড়ে গিয়ে প্রাণ হারান আনোয়ার। এ ঘটনায় সালাম মিয়া নামে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্য এক বাংলাদেশি শ্রমিকেরও মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনায় মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌছালে শুরু হয় শোকের মাতম।

নিহতের মা জাহানারা বেগম জাগো নিউজকে বলেন, জীবনের বড় একটা অংশ বিদেশে কাটিয়েছে আমার ছেলে। একবারে দেশে ফিরে আসার পরিকল্পনা ছিল তার। তবে এখন আর জীবিত আসবে না।

নিহতের স্ত্রী লাকি আক্তার জানান, স্বামীর মৃত্যুর খবর পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়েছে। দুই সন্তানকে নিয়ে তিনি অনেকটাই অসহায় হয়ে পড়েছেন। তিনি তার স্বামীর মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

আবুল হাসনাত মো রাফি/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img