22.7 C
New York

আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেফতার

Published:

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র সক্রিয় সদস্য মো. মনির হোসেন শেখকে (৩০) গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বুধবার (৮ মে) এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়াতইরনেস) মাহফুজুল আলম রাসেল এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গোলাকান্দাইলের দক্ষিণ গোলাকান্দাইল এলাকা থেকে মনির হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গত ২ মার্চ অভিযান নারায়ণগঞ্জের আড়াইহাজার ও ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে আনসার আল ইসলামের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে এটিইউ। মামলায় গ্রেফতার আলী আকবর জনী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মো. মনির হোসেন শেখের সম্পৃক্ততার কথা উল্লেখ করেন। তিনি মনির হোসেনকে আনসার আল ইসলামের পক্ষে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন।

পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল আরও বলেন, মনির হোসেন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ও সমর্থক। তিনি ও তার অন্যান্য সহযোগী আনসার আল ইসলামের পক্ষে বিভিন্ন অপরাধমূলক কাজে একে অপরকে সাহায্য-সহায়তা করে আসছিলেন এবং নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।

টিটি/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img