নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সকালে লালপুর উপজেলার গৌরীপুর মোড়ে ক্যাম্প দুটি পোড়া দেখতে পান দুই প্রার্থীর সমর্থকেরা।
লালপুর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গৌরীপুর উচ্চবিদ্যালয়ের উত্তর পাশের মোড়ে কাছাকাছি নৌকার প্রার্থী শহিদুল ইসলামের একটি ও স্বতন্ত্র প্রার্থী আবুল কালামের একটি নির্বাচনী ক্যাম্প ছিল। সোমবার মধ্যরাত পর্যন্ত কর্মী-সমর্থকেরা প্রচারণা শেষে বাড়ি চলে যান। গতকাল ভোরে উভয় প্রার্থীর কর্মীরা ক্যাম্পে এসে দেখেন কে বা কারা তাঁদের ক্যাম্প দুটি পুড়িয়ে দিয়েছে।
মাদারীপুর-৩ (সদরের একাংশ, কালকিনি ও ডাসার) আসনে নৌকার প্রার্থী আবদুস সোবহান গোলাপের কর্মীদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের একটি নির্বাচনী ক্যাম্পে তালা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের তালতলা বাজারের ওই নির্বাচনী ক্যাম্পে থাকা কর্মীদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম।
ওই ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সোহেল রানা গতকাল বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে আবদুস সোবহান গোলাপ বলছেন, তাঁর কর্মীদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে।
জয়পুরহাট-২ (আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই) আসনে নৌকার প্রার্থী হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের দুটি নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত পৌনে ১০টার দিকে আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের খাঁ পাড়া মোড় ও সেখান থেকে আধা কিলোমিটার দূরের শৃগালদীঘি গ্রামের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]