17.2 C
New York

আওয়ামী লীগ প্রার্থীদের ৬৪ শতাংশ ব্যবসায়ী

Published:

হলফনামার তথ্য অনুযায়ী, এবার আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে অন্তত ১৬ জনের ১০০ কোটি টাকার বেশি স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। এই ১৬ জনই পেশায় ব্যবসায়ী। এর মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ৪৫৭ কোটি টাকার সম্পদের মালিক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। গত ১৫ বছরে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এই সংসদ সদস্য গাজী গ্রুপের চেয়ারম্যান। ১৫ বছরে তাঁর সম্পদ বেড়েছে ২৫ গুণ।

আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সম্পদের মালিক কুমিল্লা-৮ আসনের প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন। তিনি সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের চেয়ারম্যান ও এসকিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান। তাঁর সম্পদের পরিমাণ ৩৭২ কোটি টাকার বেশি।

এ ছাড়া শতকোটিপতি প্রার্থীদের মধ্যে রয়েছেন কুমিল্লা-৩ আসনের প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুন। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি। হারুনের সম্পদের পরিমাণ ৩০৫ কোটি টাকার বেশি। ঢাকা-১ আসনে শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান ফজলুর রহমান। তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৩৯৪ কোটি টাকা। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সাবেক সভাপতি।

ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাঈদ খোকনের সম্পদ রয়েছে প্রায় ২৩৮ কোটি টাকার। খুলনা-৪ আসনে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী প্রার্থী। তাঁর সম্পদ ১৮১ কোটি টাকার। নোয়াখালী-২ আসনের মোরশেদ আলম বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান। মোরশেদ আলমের সম্পদ ১৭৪ কোটি টাকার বেশি।

তবে হলফনামায় প্রার্থীরা যে তথ্য দিচ্ছেন, তা প্রার্থীদের আয় ও সম্পদের প্রকৃত চিত্র তুলে ধরে না। প্রার্থীদের সম্পদের তথ্য অর্জিত মূল্যে দেওয়া হয়, বাজারমূল্যে না। অনেক ক্ষেত্রে প্রার্থীরা তথ্য গোপন করেন।

Related articles

Recent articles

spot_img