15.6 C
New York

অনলাইন টিভি মেলার ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস’ প্রাপ্তি উদ্‌যাপন

Published:

প্রথম আলো সম্পাদক বলেন, প্রথম আলো পত্রিকা, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় নিত্যনতুন নানা আয়োজন করছে। ডিজিটাল মাধ্যমে উদ্ভাবনী কাজ দেখানোর সুযোগ বেশি। কয়েক বছর ধরেই প্রথম আলোর ডিজিটাল উদ্ভাবন আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরস্কার পাচ্ছে। শুধু দক্ষিণ এশিয়ায় নয়, প্রথম আলোর কাজের স্বীকৃতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

জাবেদ সুলতান বলেন, গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৪-এ তিনটি পুরস্কার পেয়েছে প্রথম আলো। ‘বেস্ট কমার্স প্রোডাক্ট অর সার্ভিস’ ক্যাটাগরিতে প্রথম আলোর অনলাইন টিভি মেলার আয়োজন তৃতীয় স্থান অর্জন করেছে। প্রথম আলো ডটকমের আয়োজনে গত সেপ্টেম্বর মাসে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় ‘অনলাইন টিভি মেলা ২০২৩’।

অনলাইন টিভি মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানিয়ে জাবেদ সুলতান বলেন, প্রথম আলোর কাছে এই প্রতিষ্ঠানগুলো শুধু বিজ্ঞাপনদাতা নয়, ব্যবসায়িক অংশীদার। ভবিষ্যতে প্রথম আলো আরও উদ্ভাবনী আইডিয়া নিয়ে কাজ করবে, যাতে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হয়।

গত ২৫ এপ্রিল সংবাদমাধ্যমের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) লন্ডনে এক আয়োজনে ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৪’ দেয়। প্রথম আলো ‘বেস্ট ইউজ অব সোশ্যাল মিডিয়া’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান, ‘বেস্ট কমার্স প্রোডাক্ট অর সার্ভিস’ ক্যাটাগরিতে তৃতীয় স্থান এবং ‘বেস্ট আইডিয়া টু গ্রো অ্যাডভারটাইজিং সেলস’ ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে।

Related articles

Recent articles

spot_img