17.2 C
New York

অধিকার কর্মী সাধনা মহলের বিরুদ্ধে মামলায় উদ্বেগ প্রকাশ

Published:

অধিকার কর্মী সাধনা মহলের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সাংবাদিক, শিক্ষার্থী, রাজনৈতিক ও অধিকার কর্মীদের পক্ষে শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ উদ্বেগ জানান সাংবাদিক মো. আব্দুল কাইয়ুম।

বিবৃতিতে বলা হয়, সাইবার নিরাপত্তা আইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বাতিল ৫৭ ধারা এবং বাতিল হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে নিপীড়নের শিকার ভুক্তভোগী সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক কর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও শিল্পী-সাংস্কৃতিক কর্মীরা।

গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ আবাসিক মিশনের এক্সটারনাল এফেয়ার্সের টিম লিডার গোবিন্দ বর মানবাধিকার কর্মী, আইনজীবী ও সাংবাদিকদের
ভয়-ভীতি দেখান।

বিবৃতিতে আরও বলা হয়, বিয়ের ছদ্মবেশে প্রতারণা, যৌতুকের দাবিতে শারীরিক-মানসিক নির্যাতন এবং জোরপূর্বক বিয়ে বিচ্ছেদের চাপে অতিষ্ট হয়ে সাধনা মহল, যখন অভিযোগগুলো নিয়ে আইনের আশ্রয় লাভের চেষ্টায় আদালতের শরণাপন্ন। ঠিক তখন মিথ্যা অভিযোগ-অপবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে সাধনা মহলকে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা করছেন গোবিন্দ বর।

বিবৃতিতে বলা হয়, এভাবে তথাকথিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে কাজ করা মানবাধিকারকর্মী, সাংবাদিক ও আইনজীবীদের হয়রানির অপচেষ্টা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং গুরুতর অপরাধ। উপরন্তু, আমরা বাতিলকৃত ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইনের মতো অগণতান্ত্রিক নিপীড়নমূলক আইনের অপপ্রয়োগের তীব্র বিরোধিতা করি।

সাধনা মহলের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের অধীনে মামলা গণতন্ত্রের মৌলিক নীতির ওপর আক্রমণ বলে বিবৃতিতে দাবি করা হয়। একই সঙ্গে সাধনা মহলের বিরুদ্ধে করা মামলাটি খারিজ করার দাবি জানানো হয়।

এএজেড/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img