7.5 C
New York

৭০ রানে শেষ ৮ উইকেট হারানো ম্যাচে অস্ট্রেলিয়ার জয় ৭২ রানে

Published:

জশ ক্লার্কসনকে নিয়ে গ্লেন ফিলিপস নিউজিল্যান্ডকে একটু ধাতস্থ করার চেষ্টা করেছিলেন ৩২ বলে ৪৫ রানের জুটিতে। কিন্তু অ্যাডাম জাম্পার ঘূর্ণিতে আবার বেসামাল হয়ে পড়ে তারা। অস্ট্রেলিয়ান লেগ স্পিনার পরপর ২ ওভারে নেন ৩টি উইকেট। ইনিংসের ১২তম ওভারের শেষ ২ বলে ক্লার্কসন ও অ্যাডাম মিলনের উইকেট নেন জাম্পার, নিজের পরের ওভারে এসে থামান ফিলিপসকেও।

নিউজিল্যান্ডের আশা কার্যত শেষ হয়ে যায় সেখানেই। ট্রেন্ট বোল্ট চড়াও হওয়ার চেষ্টা করেছিলেন জাম্পার ওপর। তবে ২ বলে ১০ রান তুলে জাম্পার চতুর্থ শিকারে পরিণত হন ২০২২ সালের নভেম্বরের পর নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি খেলতে নামা বোল্ট। পরে নাথান এলিস এসে আউট করেন ফার্গুসনকে। টেস্ট সিরিজের আগে কনওয়েকে ব্যাটিংয়ের নামানোর ঝুঁকি নেয়নি নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ১৯.৫ ওভারে ১৭৪ (হেড ৪৫, স্মিথ ১১, মার্শ ২৬, ম্যাক্সওয়েল ৬, ইংলিস ৫, ডেভিড ১৭, ওয়েড ১, কামিন্স ২৮, এলিস ১১*, জাম্পা ১, হ্যাজলউড ০; বোল্ট ৪-০-৪৯-০, মিলনে ৪-০-৪০-২, ফার্গুসন ৩.৫-০-১২-৪, সিয়ার্স ৪-০-২৯-২, স্যান্টনার ৪-০-৩৫-২)
নিউজিল্যান্ড: ১৭ ওভারে ১০২ (অ্যালেন ৬, ইয়াং ৫, স্যান্টনার ৭, ফিলিপস ৪২, চ্যাপম্যান ২, ক্লার্কসন ১০, মিলনে ০, বোল্ট ১৬, ফার্গুসন ৪, সিয়ার্স ২*, কনওয়ে আহত অনুপস্থিত; হ্যাজলউড ৪-১-১২-১, কামিন্স ৩-০-১৯-১, এলিস ৩-০-১৬-২, মার্শ ৩-০-১৮-১, জাম্পা ৪-০-৩৪-৪)
ফল: অস্ট্রেলিয়া ৭২ রানে জয়ী

Related articles

Recent articles

spot_img