আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসন থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বরিশাল সিটির সদ্য বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহ। এর মধ্য দিয়ে সাদিক আবদুল্লাহ এবার মনোনয়নযুদ্ধে অবতীর্ণ হলেন বর্তমান সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সঙ্গে।
অন্যদিকে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসন থেকে এবার দলটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদ মনোনয়ন ফরম সংগ্রহ করবেন, তা অনেকেই নিশ্চিত ছিলেন। দলের কর্মীরা বলছেন, দলের সব পদ হারিয়ে পঙ্কজ নাথ এখন কোণঠাসা। এ অবস্থায় শাম্মীর পাল্লা অনেকে ভারী মনে করছেন।
সাদিক আবদুল্লাহ, নাকি জাহিদ ফারুক
দলীয় সূত্র জানায়, গতকাল রোববার সাদিক আবদুল্লাহর পক্ষে বরিশাল নগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসাইন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তবে অনেক আগে থেকেই গুঞ্জন ছিল, তিনি নির্বাচনে দাঁড়াবেন। এর আগে গত জুনে বরিশাল সিটি নির্বাচনে সাদিক আবদুল্লাহকে বাদ দিয়ে তাঁর চাচা ও নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহকে মনোনয়ন দেয় দল।
সাদিক আবদুল্লাহর সমর্থক নেতা-কর্মীরা মনে করেন, আবুল খায়েরের দলীয় মনোনয়ন পাওয়া থেকে শুরু করে নির্বাচনে তাঁকে বিজয়ী করার পেছনে মুখ্য ভূমিকা পালন করেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। যদিও জাহিদ ফারুক ও সাদিক আবদুল্লাহর মধ্যে বিরোধ অনেক পুরোনো। জাহিদ ফারুক জেলা আওয়ামী লীগের সহসভাপতি। অন্যদিকে সাদিক আবদুল্লাহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মেয়র পদে মনোনয়ন না পাওয়ায় সাদিক আবদুল্লাহর রাজনৈতিক প্রভাব হুমকির মুখে পড়ে। অবস্থান ধরে রাখতে তিনি সদর আসনের মনোনয়নপ্রত্যাশী হিসেবে দাঁড়িয়েছেন।