12 C
New York

সমাজবিজ্ঞান ১ম পত্র – এইচএসসি ২০২৪

Published:

৫৬. মর্গানের মতে, কোন পরিবার আধুনিক পরিবারের সর্বজনীন রূপ?

ক. মনোগামি পরিবার খ. পিতৃপ্রধান পরিবার

গ. পুনালুয়ান পরিবার ঘ. কনস্যাংগুইন পরিবার

৫৭. ‘আমার নিজের ভাই এবং পিতার ভাইয়ের পুত্ররা সবাই আমার ভাইয়ের দ্বারা’

—কী ধরনের জ্ঞাতি প্রথাকে বোঝানো হয়?

ক. বর্ণনামূলক জ্ঞাতি খ. শ্রেণিবাচক জ্ঞাতি

গ. কাল্পনিক জ্ঞাতি ঘ. প্রথাগত জ্ঞাতি

৫৮. মর্গানের মতে, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে—

i. যৌন জীবনে

ii. বিবাহে

iii. পরিবার কাঠামোতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৯. পিতৃপ্রধান পরিবারে ক্ষমতা যাদের হাতে থাকে—

i. স্বামী

ii. পিতা

iii. মাতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬০. কোন ধরনের পরিবারে নেতৃত্বদানের ক্ষমতা পরিবারের বয়স্ক মেয়েদের ওপর ন্যস্ত থাকে?

ক. পিতৃপ্রধান পরিবারে খ. মাতৃপ্রধান পরিবারে

গ. পিতৃবাস পরিবারে ঘ. মাতৃবাস পরিবারে

৬১. কোন ধরনের পরিবারের সংখ্যা সামগ্রিকভাবে কম?

ক. পিতৃবাস পরিবার খ. মাতৃবাস পরিবার

গ. পিতৃপ্রধান পরিবার ঘ. মাতৃপ্রধান পরিবার

৬২. আধুনিক গণতান্ত্রিক সমাজে শিক্ষিত পরিবারগুলোকে কারা সমতাভিত্তিক পরিবার বলে আখ্যায়িত করেছেন?

ক. নৃবিজ্ঞানী খ. রাষ্ট্রবিজ্ঞানী

গ. সমাজবিজ্ঞানী ঘ. মনোবিজ্ঞানী

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৫১.ঘ ৫২.ক ৫৩.ঘ ৫৪.ক ৫৫.ক ৫৬.ক ৫৭.খ ৫৮.ঘ ৫৯.ক ৬০.খ ৬১.ঘ ৬২.গ

শামসুন নাহার, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Related articles

Recent articles

spot_img