Home Defence শিক্ষকের পর এবার সেরার স্বীকৃতি আনলেন ছাত্র

শিক্ষকের পর এবার সেরার স্বীকৃতি আনলেন ছাত্র

by smbpapon22P

২০২১ সালে বায়োমেমব্রেন নিয়ে গবেষণা করে আন্তর্জাতিক সম্মেলনে বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড জেতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। নেতৃত্বে ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খোরশেদ আলম। এবারও তাঁর তত্ত্বাবধানে আরেকটি গবেষণা প্রবন্ধ বেস্ট পেপারের স্বীকৃতি পেল। প্রতিক্রিয়া জানতে চাইলে খোরশেদ আলম বলেন, ‘আমি মনে করি, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য হচ্ছে গবেষণাকর্ম। কলেজে শুধু তাত্ত্বিক বিষয় পড়ানো হয়, আর বিশ্ববিদ্যালয়ে গবেষণাই মুখ্য। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো আন্তর্জাতিক মানের গবেষণাগার গড়ে ওঠেনি। তবে চেষ্টা অব্যাহত আছে। এরই মধ্যে বেশ কিছু অগ্রগতিও হয়েছে। আশা করি, অচিরেই এই বিশ্ববিদ্যালয় নানা ক্ষেত্রে নতুন নতুন গবেষণার দ্বার উন্মোচন করবে।’

এর আগে ২০২০ সালে বিশ্ববিদ্যালয়ের হয়ে গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছিলেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক ইলিয়াস মাহমুদ। তিনি আধা পাকা টয়লেট থেকে ভূগর্ভস্থ পানিদূষণ কীভাবে কমানো যায়, তা নিয়ে গবেষণা করেন। আমেরিকান কেমিক্যাল সোসাইটি (এসিএস) থেকে প্রকাশিত গবেষণা পত্রিকা এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে প্রকাশিত হয় তাঁর প্রবন্ধ। গবেষণাকর্মটি যুক্তরাজ্যভিত্তিক একাডেমিক ও প্রযুক্তিগত গবেষণা প্রকাশনা সংস্থা ‘নেচার’ পরিচালিত ‘নেচার ইনডেক্স ২০২০’-এ স্থান পায়। ৮২টি গবেষণাপত্রের মধ্যে সেরা বিবেচ্য হয় গবেষণাপত্রটি।

You may also like