11.2 C
New York

ব্যয়ের সীমা ছিল সাড়ে চার কোটি টাকা, হয়েছে দুই কোটি ৭৬ লাখ

Published:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ব্যয় হয়েছে দুই কোটি ৭৬ লাখ টাকার বেশি। তবে দলটির ব্যয়ের সীমা ছিল সাড়ে চার কোটি টাকা। সে হিসেবে ব্যয় কম হয়েছে।

সোমবার (১ এপ্রিল) নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলমের কাছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচনী ব্যয়ের বিবরণী জমা দেয়।

কাজী জাফর উল্যাহ বলেন, আমাদের সাড়ে চার কোটি টাকা ব্যয়ের সীমা ছিল। তার থেকে ব্যয় কম হয়েছে।

আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমান বলেন, দুই কোটি ৭৬ লাখ ৭৮ হাজার ১২০ টাকা ব্যয় হয়েছে। আমাদের সীমা ছিল সাড়ে চার কোটি টাকা।

তিনি বলেন, দলে আনুগত্য থাকায় জেলাপর্যায়ে অন্যরাও নিজ থেকে ব্যয় করেছেন। তাই আমাদের ব্যয় কম হয়। পুরো ব্যয়টা দলীয় হয় না। অন্য দলের যেখানে ১০ টাকা লাগে, সেখানে আমাদের লাগে দুই টাকা।

তিনি বলেন, পোস্টার, জনসভা, প্রচারণা ইত্যাদি খাতে ব্যয় হয়েছে।

দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, নিবন্ধিত দল হিসেবে আমরা প্রতি বছর আয়-ব্যয়ের হিসাব জমা দেবো। তখন সেখানে বিস্তারিত থাকবে।

এসময় আরও ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

এমওএস/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img