12.6 C
New York

বিদ্যুৎ বিল কমাতে উইন্ডো নাকি স্প্লিট কোন এসি কিনবেন?

Published:

গরমে এসি কমবেশি সবাই ব্যবহার করেন। গ্রীষ্মের তাপদাহে প্রাণ যখন ওষ্ঠাগত তখন এসির ঠান্ডা হাওয়ায় শরীর জুড়িয়ে যায়। তবে বিদ্যুৎ বিলের দিকটাও দেখতে হবে। তাই যারা এসি কিনতে চাচ্ছেন এবং বিদ্যুৎ বিলও কমাতে চান তারা জেনে নিন কোন এসি কিনবেন।

এছাড়া এসি কেনার সময় ঘরের মাপ অনুযায়ী এসির টন বুঝে কিনুন। এতে ঘর যেমন তাড়াতাড়ি ঠান্ডা হবে তেমনি বিদ্যুৎ বিলও কম আসবে। উইন্ডো এসি নাকি স্প্লিট এসি, কোনটা আপনার বাড়ির জন্য ভালো, জেনে নিন।

>> প্রথমেই জানতে হবে দামের পার্থক্য। এই দুই ধরনের এসির দামের তফাত আছে। উইন্ডো এসির দাম তুলনামূলক কম।

>> উইন্ডো এসির দাম অনেকটাই কম। তবে এখন অনেক জায়গাতেই উইন্ডো এসি পাওয়াটাই বড় ব্যাপার।

আরও পড়ুন

>> উইন্ডো এসির জন্য জায়গা লাগে বেশি। স্প্লিট এসি কম জায়গায় ফিট করা যায়।

>> স্প্লিট এসি সাধারণত উইন্ডো এসির থেকে অনেকটাই সাশ্রয়ী। স্প্লিট এসি কম শক্তি খরচ করে ঘর ঠান্ডা করতে পারে। ফলে ইলেকট্রিসিটি বিল অনেকটাই কম আসে। আসলে এসির বিল নির্ভর করে স্টারের উপর।

>> ফাইভ স্টার এসি হলে বিদ্যুতের বিল আসতে পারে অনেকটাই কম।

>> নয়েজ লেভেল এক্ষেত্রে বড় ব্যাপার। স্প্লিট এসি উইন্ডো এসির থেকে কম শব্দ করে। কারণ স্প্লিট এসির কম্প্রেসর এবং কন্ডেন্সার ইউনিট ঘরের বাইরে ইনস্টল করা হয়। তবে উইন্ডো এসির সব ইউনিট এক জায়গায় থাকে। এতে যে ঘরের জানলায় সেটি ইনস্টল করা হয়েছে, সেখানে শব্দ বেশি হয়।

আরও পড়ুন

সূত্র: দ্য ইন্ডিয়ান টাইমস

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img