5.7 C
New York

বাংলা ১ম পত্র – এইচএসসি ২০২৪

Published:

২৭. জাহেলদের রইস কে?

ক. আগন্তুক খ. মিরন

গ. সাঁফ্রে ঘ. মোহাম্মদী বেগ

২৮. ‘গতি যার নীচসহ নীচ সে দুর্মতি’—কাদের ক্ষেত্রে প্রযোজ্য?

ক. মীরজাফর, মোহনলাল

খ. মোহনলাল, রাজবল্লভ

গ. মীরজাফর, রাজবল্লভ

ঘ. মোহনলাল, রাজবল্লভ

২৯. ‘কেউ এক চুল নড়লে প্রাণ যাবে’—সংলাপটি কার?

ক. রায়দুর্লভের খ. মানিকচাঁদের

গ. রাজবল্লভের ঘ. জগৎশেঠের

৩০. ‘এ দেশে থেকে এ দেশকে ভালোবেসেছি’—উক্তিটি কার?

ক. মৃত্যুপথযাত্রী নারান সিংহের

খ. দেশপ্রেমিক মোহনলালের

গ. মৃত্যুপথযাত্রী মীরমদনের

ঘ. ফরাসি সেনাপতি সাঁফ্রের

৩১. লুৎফার কাছে বহুদিন নবাবের না আসতে পারার মধ্য দিয়ে কোনটি প্রতিফলিত হয়েছে?

ক. প্রত্যাশা খ. আক্ষেপ

গ. বেদনা ঘ. কষ্ট

৩২. ‘চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র’—উক্তিটি অন্তর্নিহিত তাৎপর্য কী?

ক. ঘোরতর বিপদ খ. ঘোরতর অন্ধকার

গ. আসন্ন বিপদ ঘ. আত্মস্বার্থরক্ষার খেলা

৩৩. লবণের ইজারাদার কে ছিলেন?

ক. সেনাধ্যক্ষ খ. সামন্তশ্রেণি

গ. কুঠিয়াল ইংরেজ ঘ. সার্জন হলওয়েল

৩৪. ‘শুধু ওই একটি পথেই আবার আমরা উভয়ের কাছাকাছি আসতে পারি’—এ পথ কোনটি?

ক. দেশ ও কোম্পানির কল্যাণ

খ. ইংরেজদের কল্যাণ

গ. ধনিক শ্রেণির কল্যাণ

ঘ. দেশ ও জনগণের কল্যাণ

৩৫. ইংরেজদের বাংলাদেশে বাণিজ্য করার অনুমতি দিয়েছেন কে?

ক. দিল্লির বাদশাহ খ. মীরজাফর আলী খাঁ

গ. ঘসেটি বেগম ঘ. উমিচাঁদ

৩৬. মীরজাফর ‘কালকেউটে’ বলেছেন কাকে?

ক. উমিচাঁদকে খ. রায়দুর্লভকে

গ. রাজবল্লভকে ঘ. মোহনলালকে

৩৭. ক্লাইভের মতে, এ যুগের ‘সেরা বিশ্বাসঘাতক’ কে?

ক. রায়দুর্লভ খ. রাজবল্লভ

গ. উমিচাঁদ ঘ. মিরন

সঠিক উত্তর

সিরাজউদ্দৌলা: ২১.গ ২২.ঘ ২৩.খ ২৪.ক ২৫.গ ২৬.ক ২৭.ক ২৮.খ ২৯.খ ৩০.ক ৩১.খ ৩২.ক ৩৩.গ ৩৪.ঘ ৩৫.ক ৩৬.ক ৩৭.গ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

Related articles

Recent articles

spot_img