20.6 C
New York

বইমেলায় এল বসন্তের আবহ | প্রথম আলো

Published:

বইমেলা হোক দেশজুড়ে

সন্ধ্যায় মেলার মাঠে কথা হলো কবি রেজাউদ্দিন স্টালিনের সঙ্গে। এবার কণ্ঠস্বর থেকে এসেছে তাঁর নতুন কাব্যগ্রন্থ একদিন সব ঠিক হয়ে যাবে এবং শিশু একাডেমি থেকে ছড়ার বই স্বপ্নভূমি। মেলা প্রসঙ্গে তিনি বললেন, ক্রমেই স্থূল বিনোদনে অভ্যস্ত হয়ে পড়ছে লোকজন। তাদের বইমুখী করতে হলে কেবল ঢাকায় একটি বইমেলা করলে হবে না। গ্রন্থকেন্দ্র, শিশু একাডেমি, নজরুল ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমি—সবাইকে আরও সক্রিয় হতে হবে। সারা বছর জেলায় জেলায় বইমেলা, সেমিনার, স্কুল–কলেজে বইপড়া প্রতিযোগিতা, নিবন্ধিত–অনিবন্ধিত যেসব পাঠাগার আছে, সেগুলোকে সক্রিয় করা, তাদের মাধ্যমে পাঠচক্র পরিচালনা করার মতো অনেক কর্মসূচি নেওয়া যায়।

নতুন বই

বাংলা একাডেমি জানিয়েছে, গতকাল নতুন বই এসেছে ১১৫টি। প্রথমা প্রকাশনের স্টলে নাতির জন্য কিশোর থ্রিলার বই পছন্দ করছিলেন ডেমরার আবুল বাসার। তিনি এজি অফিসের অবসরপ্রাপ্ত চাকুরে। তিনি এখান থেকে কিছু প্রবন্ধের বই কিনবেন। আকবর আলি খান ও সৈয়দ আবুল মকসুদের বইগুলো থেকে বেছে নেবেন। তাঁর প্রিয় লেখক ফিওদর দস্তয়েভস্কিকে নিয়ে মিজানুর রহমানের ত্রৈমাসিকের একটি বিশেষ সংখ্যা হয়েছিল, সেটি খুঁজেছেন লিটলম্যাগ চত্বরে কিন্তু পাননি। নতুন প্রজন্ম কী লিখছে, তা জানাতে দুটি উপন্যাস কিনেছেন অন্যধারা প্রকাশনী থেকে। একটি মৌরি মরিয়মের সেকেন্দার সাহেবের দিনলিপি এবং অন্যটি সাদত হোসাইনের তোমার জন্য দাঁড়িয়েছিলাম

Related articles

Recent articles

spot_img