15.5 C
New York

ফেসবুক-ইনস্টাগ্রামে ফের সমস্যা

Published:

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে আবারও ধীরগতি দেখা গেছে। ফেসবুকের লাইভ ভিউয়ার, অনেক আইডিসহ পেজের প্রোফাইল ও কভার ফটোও দেখা যাচ্ছে না। মেটার সার্ভার জটিলতার কারণে এ সমস্যা হচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময় বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টা থেকে বিভিন্ন সমস্যার কথা জানাতে শুরু করেন ব্যবহারকারীরা। মেটার প্রধান মার্ক জাকারবার্গ তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এমন বার্তাও দিয়েছেন।

বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাননি মেটার সিইও। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, সার্ভার সমস্যার কারণে ইনস্টাগ্রাম ও ফেসবুকে কিছু সমস্যা হচ্ছে। বিশেষ করে ইনস্টাগ্রামে এ সমস্যা বেশি বলে জানাচ্ছেন ব্যবহারকারীরা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপের বিভিন্ন অঞ্চল এবং এশিয়ার অনেক দেশেও ফেসবুক এবং ইনস্টাগ্রাম ঠিকভাবে কাজ করছে না। এসব অঞ্চলের কয়েক হাজার ব্যবহারকারী ইনস্টাগ্রাম-ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডাউন ডিটেক্টর জানিয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যায় পড়ে অনেক ব্যবহারকারী নিজেদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বিষয়টি জানিয়েছেন। অনেকে লিখেছেন, ফেসবুকে আবারও ধীরগতি দেখা দিয়েছে। ফেসবুক-ইনস্টাগ্রাম ঠিকঠাকভাবে কাজ করছে না। কেউ কেউ আবার মার্ক জাকারবার্গকে কটাক্ষ করে ঠাট্টাচ্ছলে লিখেছেন, চিল গায়েজ! ফেসবুক আবারও ডাউন হয়ে পড়েছে।

এএএইচ/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img