9.6 C
New York

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

Published:

বিশিষ্টজনদের সম্মানে ফেনী সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ) রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়।

ফোরামের সভাপতি ফয়েজ উল্লাহ ভুঁইয়ার সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ, সিপিডির ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

ফোরামের সেক্রেটারি আদিত্য আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটির) প্রোভিসি অধ্যাপক ড. আলী নুর, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন, বিএফইউজের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ, এফবিসিসিআই পরিচালক ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি হাজি আলাউদ্দিন, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, ফেনী সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মোতাহার হোসেন মাসুম, সাবেক সেক্রেটারি ও দৈনিক সমকালের উপ-সম্পাদক লোটন একরাম, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক আইউব ভুঁইয়া, ফেনী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সেক্রেটারি একরামুল হক ও সদ্য বিদায়ী সভাপতি তানভীর আলাদিনসহ ঢাকায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরতরা উপস্থিত ছিলেন।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img