11.2 C
New York

প্রতিটি নাগরিকের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে হবে

Published:

স্মার্ট বাংলাদেশ হতে হলে প্রতিটি নাগরিকের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে ‘বিশ্ব ডাউন সিনড্রোম দিবস ২০২৪’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা নানান কারণে স্বাভাবিক জীবনযাপন সুবিধা থেকে বঞ্চিত। তারা প্রতিনিয়তই নানান ধরনের প্রতিবন্ধকতার শিকার হন। সে কারণে নিউরো-ডেভেলপমেন্টাল সুরক্ষা ট্রাস্ট গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক আ ফ ম রুহুল হক বলেন, প্রতিবন্ধিতা বিষয়ে পরিবার ও সমাজকে সচেতন করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদেরও কর্মক্ষমতা আছে। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তা কাজে লাগাতে হবে।

পরে মন্ত্রী ডাউন সিনড্রোম প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে অনুদান তুলে দেন।

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সচিব মো. খায়রুল আলম সেখ।

আইএইচআর/ইএ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img