11.5 C
New York

পেড়িখালীর এই মেলা কি হতে পারে স্মার্ট বাংলাদেশের মডেল

Published:

নদী পার হতে হতে বাবুমশাই মাঝিকে জিজ্ঞেস করলেন, ‘জোয়ার কেন আসে? চাঁদটা কেন বাড়ে কমে?’ প্রশ্নের উত্তর দিতে না পারা মাঝির জীবনের বারো আনাই মিছে, বাবুমশাই সেটি মাঝিকে বুঝিয়ে দিলেন। এরপর ঝড় উঠে নৌকা ডুবতে বসলে বাবুমশাইকে মাঝি জিজ্ঞেস করে, ‘সাঁতার জানো নাকি?’ বাবুমশাই মাথা দুলিয়ে ‘না’ বলতেই সুকুমার রায়ের কবিতার মাঝি শুনিয়ে দিল, ‘বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবন খানা ষোলো আনাই মিছে!’

পদ্মার সেতুর কল্যাণে দক্ষিণ বাংলার অনেক জেলাতেই এখন দিনে গিয়ে দিনে ফিরে আসা যায়। সকাল প্রায় আটটার দিকে ঢাকা থেকে যে যাত্রা আমরা শুরু করেছিলাম, দুপুরবেলায় সে যাত্রার যাত্রীরা দাঁড়িয়ে রইলাম মোংলা নদীর মাঝির খেয়ায়। নদীর মাঝখানে গিয়ে আঙুল উঁচিয়ে মাঝিকে জিজ্ঞেস করলাম, ‘এই পথে আর কত দূর গেলে সুন্দরবন?’ মুচকি হেসে একেবারে উল্টো দিকে আঙুল দিয়ে দেখিয়ে মাঝি জবাব দিলেন, ‘সুন্দরবন সেদিকে না, সুন্দরবন ওই দিকে।’

আমাদের সবার হাতভর্তি বই। বিজ্ঞানের বই, গণিতের বই। এগুলো আমরা নিয়ে যাচ্ছিলাম বাগেরহাটের রামপাল উপজেলার, বলতে গেলে একেবারে মফস্বলের এক শিক্ষাপ্রতিষ্ঠান, পেড়িখালী মডেল উচ্চবিদ্যালয়ে। সেখানে হচ্ছে স্টেম ফেস্ট। স্টেমের আওতায় যেহেতু বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের বিষয়গুলো বিবেচিত হয়ে থাকে, সেহেতু এ ধরনের উৎসবে সাধারণত বিজ্ঞান মেলা, প্রোগ্রামিং, রোবট কিংবা প্রজেক্ট প্রদর্শনী হয়ে থাকে। সে কারণে আমাদের সঙ্গে বিজ্ঞান ও গণিতের বই।

Related articles

Recent articles

spot_img