20.6 C
New York

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় স্নাতক ভর্তি পরীক্ষা, ফলাফলের ভিত্তিতে ২৩ জন পেলেন শতভাগ বৃত্তি

Published:

স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন এস কে তৌফিক এম হক, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন জাভেদ বারী, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন হেলাল আহমেদ, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন হাসান মাহমুদ রেজা শিক্ষার্থীদের কাছে নিজ নিজ স্কুলের পরিচয় তুলে ধরেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ড. জুনায়েদ কামাল আহমাদ বলেন, ‘তোমরা এই দেশের ভবিষ্যৎ। শুধু একটি ডিগ্রির জন্য নয়, তোমরা এখানে এসেছো একটি সমাজে। যেখান থেকে তোমরা দেশকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। আজ থেকে ২০ বছর পর তোমরা দেশকে কী দিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, সেটা তোমাদের অন্তর্দৃষ্টি দিয়ে দেখো, নিজেকে প্রশ্ন করো। তাহলেই তোমরা নিজেদেরকে, মা–বাবাকে, দেশকে গর্বিত করতে পারবে।’

ইয়াসমিন কামাল বলেন, ‘আজ আমাদের নতুন শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ দিন। নতুন সেমিস্টার শুরুর সঙ্গে সঙ্গে তারা যে নতুন দৃষ্টিভঙ্গি ও বৈচিত্র্য নিয়ে আসে, তা আমরা গ্রহণ করতে চাই। আমরা কেবল নতুন শিক্ষার্থীদের নয় বরং ভবিষ্যতের নেতা এবং উদ্ভাবকদেরও স্বাগত জানাচ্ছি।’

কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘তোমরা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছো। ভালো ফলাফলের পাশাপাশি এখানে তোমরা চারপাশের যা কিছু আনন্দের, যা কিছু উপভোগের—সবকিছুই করবে। তোমরা যদি আলোকিত হও, বাংলাদেশ আলোকিত হবে। তোমরা যদি মানুষের মতো মানুষ হও, তবেই বাংলাদেশ এগিয়ে যাবে।’

Related articles

Recent articles

spot_img