19.1 C
New York

দেশের বেশিরভাগ মানুষ খাবার পাচ্ছে না: অমিত

Published:

যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পবিত্র মাহে রমজানেও দেশের জনগণ ভালো নেই। তারা সেহরি ও ইফতারিতে কী খাবেন সেই নিশ্চয়তাটুকু সরকার দিতে পারছে না। আজ নিম্ন থেকে মধ্যবিত্তরা কেবলমাত্র বেঁচে থাকার মতো খাবারের আশায় টিসিবির লাইনে দাঁড়াচ্ছেন। দেশের বেশিরভাগ মানুষই খাবার পাচ্ছে না।

বৃহস্পতিবার (২১মার্চ) যশোর নগর যুবদলের ৫ নম্বর ওয়ার্ড আয়োজিত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। শহরে মুজিব সড়ক মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি খাদ্যসামগ্রী বিতরণ করেন।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ‘বর্তমান একদলীয় শাসকগোষ্ঠীর জনগণের ভোটের প্রয়োজন হয় না। যে কারণে জনগণের প্রতি তাদের ন্যূনতম কোনো দায়বদ্ধতা নেই। তারা জনগণকে ধারণ করেন না। জনগণ বাঁচলো কী মরলো তাতে আওয়ামী লীগের কিছু আসে যায় না।’

এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, নগর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মারুফুজ্জামান কাঞ্চন, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি প্রমুখ।

মিলন রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img