20.6 C
New York

জেনে নিন সিঁড়িতে কেমন টাইলস ব্যবহার করবেন

Published:

টাইলস নির্বাচনে খেয়াল রাখুন

সঠিক টাইলস কিনতে চাইলে কিছু প্রযুক্তিগত শব্দের সঙ্গে অবশ্যই আপনার পরিচিত হতে হবে। কেনার সময় এর নকশা, আকার, কোয়ালিটি, ডেলিভারি–সুবিধা, প্রয়োজনীয় পরিমাণে আছে কি না, জেনে নিন। সেই সঙ্গে বিক্রয়–পরবর্তী কী কী সেবা আছে, তা–ও জেনে নিতে হবে। এ ছাড়া আরও কিছু বিষয়ও জানতে হবে।

 পানি শোষণক্ষমতা

একটি টাইলস পানির সংস্পর্শে এলে কত ভাগ পানি শোষণ করে, সেটাই টাইলসের পানি শোষণক্ষমতা। একটি টাইলস যত কম পানি শোষণ করবে, তা তত ভালো মানের টাইলস। মনে রাখতে হবে, বেশি পানি শোষণকারী টাইলস সহজে ভেঙে যেতে পারে, হারাতে পারে উজ্জ্বলতা।

 সারফেস ফ্ল্যাটনেস

টাইলসের সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে এর সারফেস ফ্ল্যাটনেস বা টাইলসের নিচের সমতা। পাশাপাশি কয়েকটি টাইলস রেখে সহজে এর সমতলতা যাচাই করা যায়। অবশ্যই টাইলসের আকার ও সমতলতা যাচাই করে নেওয়া জরুরি।

টাইলসের যত্ন

  • কোনো দাগ যেন না পড়ে, সে জন্য মাঝেমধ্যেই পানি দিয়ে মুছতে হবে। টাইলস পরিষ্কার না রাখলে সহজেই কালো দাগ পড়ে যায়।

  • টাইলসের ওপর যেন পানি না জমে, সেদিকে খেয়াল রাখতে হবে।

  • সাধারণত টাইলসের জোড়া লাগানো স্থানের কোনায় ময়লা জমে কালচে দাগ পড়ে, সপ্তাহে অন্তত এক দিন লিকুইড ক্লিনার ব্যবহার করা যেতে পারে।

  • টাইলসের ফাঁকে যে দাগ থাকে, তা পরিষ্কারের জন্য অবশ্যই ব্রাশ ব্যবহার করতে হবে। এতে খুব সহজেই টাইলসের দাগ উঠে যাবে।

  • তেল, চর্বিজাতীয় দাগ থেকে টাইলস রক্ষা করতে দাগ পড়ার সঙ্গে সঙ্গে সাবানের পানি দিয়ে পরিষ্কার করতে হবে।

  • এক বালতি গরম পানির মধ্যে আধা কাপ ভিনেগার মিশিয়ে সিঁড়ির টাইলস মোছা হলে দাগ দূর হওয়ার পাশাপাশি টাইলসে জন্ম নেওয়া ব্যাকটেরিয়াও ধ্বংস হবে।

  • টাইলসের ওপর দিয়ে ভারী কোনো কিছুই টেনে সরানো উচিত নয়। সিঁড়ির টাইলসে এমন জিনিস টেনে নেবেন না, যাতে টাইলস ভেঙে যেতে পারে বা ফেটে যায়।

Related articles

Recent articles

spot_img