20.6 C
New York

ছুটির দিনে জমজমাট বইমেলা  | প্রথম আলো

Published:

এবার মেলায় প্রথম নতুন বইয়ের প্রকাশ এক দিনে ১০০ ছাড়াল। গতকাল তথ্যকেন্দ্র ১৭১টি নতুন বইয়ের তালিকা দিয়েছে। প্রথমার স্টলে নতুন এসেছে মাসউদ আহমাদের উপন্যাস মুনিয়ার অসুখ। স্টলে ছিল উপচেপড়া ভিড়। ব্যবস্থাপক জাকির হোসেন জানান, মুহাম্মদ হাবিবুর রহমানের ‘সরল বাংলায় অনূদিত কোরানশরিফ’ প্রচুর বিক্রি হয়েছে। তা ছাড়া আরভিং স্টোনের লেখা অদ্বৈত মল্লবর্মণ অনূদিত ডাচশিল্পী ভ্যান গঘের জীবনীভিত্তিক উপন্যাস জীবন-তৃষা, লুনা রুশদির উপন্যাস আর জনমে, গওহর নঈম ওয়ারা সংকলিত ও সম্পাদিত স্বাধীনতার ৫০ বছর: দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন, ডিউক জন রূপান্তরিত হেনিং ম্যাঙ্কেলের কিশোর থ্রিলার মরা মানুষের হাত বইগুলোর চাহিদা ছিল বেশি। সন্ধ্যায় প্রথমার স্টলে এসেছিলেন কথাসাহিত্যিক আসিফ নজরুল। তাঁর নতুন উপন্যাস আমি আবু বকর–এ অটোগ্রাফ দিয়েছেন ক্রেতাদের অনুরোধে।

মেলার অন্য নতুন বইয়ের মধ্যে কথাপ্রকাশ এনেছে বেগম আক্তার কামালের গবেষণা প্রবন্ধ কবির উপন্যাস, অ্যাডর্ন এনেছে নাজমুল আহসান শেখের রাজনৈতিক প্রবন্ধ বাংলাদেশের অভ্যুদয়: সিরাজুল আলম খান, নিউক্লিয়াসের পোস্টমর্টেম; সুবর্ণ এনেছে হাসান মাহমুদের প্রবন্ধ সাম্প্রদায়িকতা: ব্যক্তি, সংগঠন ও রাষ্ট্র, গ্রন্থিক এনেছে মহিউদ্দিন আহমদের একদলীয় সরকার যেভাবে এলো, আদর্শ এনেছে রোমেল রহমানের ভিন্ন ধাঁচের রম্য বাঘ, সাহিত্য প্রকাশ এনেছে শামীমা আক্তারের দর্শনবিষয়ক তুলনামূলক ধর্ম, ঐতিহ্য এনেছে নতুন সংস্করণে রফিক আজাদের কাব্য চুনিয়া আমার আর্কেডিয়া, জাকির তালুকদারের প্রবন্ধ ব্যক্তিগত পাঠশালা এনেছে পুঁথিনিলয়।

আজ শনিবারও মেলা খুলবে বেলা ১১টায়, চলবে রাত নয়টা পর্যন্ত।  

Related articles

Recent articles

spot_img