27.4 C
New York

ছুটির দিনে আনন্দের রেশ | প্রথম আলো

Published:

তথ্যকেন্দ্রের হিসাবে গতকাল মেলায় নতুন বই এসেছে ২৪৬টি। প্রথমা প্রকাশনের প্যাভিলিয়নে গতকাল মুহাম্মদ হাবিবুর রহমান অনূদিত কোরানশরিফ: সরল বঙ্গানুবাদ, শহীদ আখন্দ অনূদিত ইবনে ইসহাকের সিরাতে রাসুলুল্লাহ (সা.): মহানবীর প্রথম বিশদ জীবনী বই দুটি অনেক বিক্রি হয়েছে। এ ছাড়া বিশ্বজিৎ চৌধুরীর উপন্যাস আশালতা, আজিজুর রহমান খানের আমার সমাজতন্ত্র, আবুল বাসার অনূদিত স্টিফেন হকিং ও লিওনার্ড স্লোডিনোর দ্য গ্র্যান্ড ডিজাইন বইগুলো ভালো চলেছে।

অন্য নতুন বইয়ের মধ্যে শ্রাবণ এনেছে মো. মিনহাজ উদ্দীনের সাক্ষাৎকারভিত্তিক বই সাখাওয়াত আলী খান ও অন্যান্যের একাত্তর ও আফরোজা জামিল কঙ্কার মুক্তিযুদ্ধবিষয়ক আমার বাবা শহীদ কর্নেল জামিল (বীর উত্তম), অনন্যা এনেছে বিশ্বজিৎ ঘোষের প্রবন্ধ জীবনানন্দ জসীমউদ্‌দীন এবং অন্যান্য, নৈঋতা ক্যাফে এনেছে তুহিন ওয়াদুদের নদনদী নিয়ে গবেষণামূলক বই নদী সুরক্ষায় দায়িত্বশীলতা, জার্নিম্যান এনেছে দেশভাগের গল্প নামে সাতটি বইয়ের সিরিজ। হিন্দি, উর্দু, সিন্ধি, তামিল, পাঞ্জাবি, ইংরেজি ভাষা থেকে গল্পগুলো অনুবাদ করেছেন জাভেদ ইকবাল ও মোস্তফা আজিজ জয়। আল গাজী এনেছে সেলিনা হোসেনের মুক্তিযুদ্ধবিষয়ক বধ্যভূমিতে বসন্ত বাতাস, ক্রিয়েটিভ ঢাকা এনেছে আককাস মাহমুদের আলোকচিত্রবিষয়ক রমনার ছায়া-ছবি, ইত্যাদি এনেছে কবি সোহরাব পাশার নির্বাচিত কবিতা, পাঞ্জেরী এনেছে দন্ত্যস রওশনের নির্বাচিত কিশোর উপন্যাস, জিনিয়াস এনেছে সারওয়ার-উল-ইসলামের কিশোর গল্পসংগ্রহ, পুণ্ড্র এনেছে মুজিব ইরমের কাব্য উত্তরবিরহচরিত।

আজ মেলা শুরু হবে বেলা তিনটায়। চলবে যথানিয়মে রাত নয়টা পর্যন্ত।

Related articles

Recent articles

spot_img