25.1 C
New York

গাজায় নতুন যুদ্ধবিরতির আশা বাড়ছে

Published:

যখন গাজায় যুদ্ধবিরতির তৎপরতা জোরদার হচ্ছে, তখন গাজায় চলছে ইসরায়েলের তীব্র হামলা। আজ ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা উত্তর, মধ্য ও দক্ষিণ গাজায় বেশ কয়েকজন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে।

এদিকে গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরের গাজা নগরীতে তাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তুমুল লড়াই হয়েছে। বিশেষ করে ভূমধ্যসাগরের উপকূলীয় এলাকাগুলোয় সংঘাত বেশি হয়েছে। এসব এলাকায় ইসরায়েলের যুদ্ধজাহাজগুলো ব্যাপক বোমাবর্ষণ করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের ভাষ্য, গতকাল রোববার রাতভর দক্ষিণে খান ইউনিস শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত ব্যক্তিদের মধ্যে ১৪ জনের মরদেহ উদ্ধার করেছেন তাঁরা। এর আগেও কয়েক দিন ধরে তাঁরা জানিয়েছেন, হামলার কারণে উদ্ধারকারীরা খান ইউনিসে হতাহত ব্যক্তিদের কাছে পৌঁছাতে পারছেন না।

সম্প্রতি ইসরায়েল জানিয়েছিল, খান ইউনিসের পর এবার আরও দক্ষিণে মিসর সীমান্তবর্তী রাফায় অভিযান শুরু করতে তারা। ইসরায়েলি হামলার মুখে এ এলাকায় গাজার ২৩ বাসিন্দার বেশির ভাগই আশ্রয় নিয়েছেন। জাতিসংঘের আশঙ্কা, এ অভিযানের জেরে রাফায় চরম মানবিক বিপর্যয় দেখা দেবে। কারণ, গাজার সর্ব দক্ষিণের এ এলাকা থেকে আর পালানোর জায়গা নেই ফিলিস্তিনিদের।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১ হাজার ১৩৯ জন নিহত হন। সেদিন থেকেই গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় এখন পর্যন্ত ২৭ হাজার ৩৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Related articles

Recent articles

spot_img