11.9 C
New York

কেমন যাবে মীন রাশির ২০২৪

Published:

অধিপতি গ্রহ: পাশ্চাত্যমতে নেপচুন, প্রাচ্যমতে বৃহস্পতি

শুভ রত্ন: পোখরাজ, গোমেদ ও সাদা জিরকন

শুভ রং: লাল, হলুদ, কমলা ও গোলাপি

শুভ সংখ্যা: ১, ৩, ৪ ও ৯

শুভ বার: রবি, মঙ্গল ও বৃহস্পতি

বৈশিষ্ট্য: প্রকৃতিগতভাবে আপনি শান্ত। আপনার মধ্যে মানবিক গুণাবলি স্পষ্টভাবে বিদ্যমান। আপনি পরোপকারী। আপনি জানেন মানুষকে কীভাবে ভালোবাসতে হয়। আপনি সদা হাসিখুশি থাকতে পছন্দ করেন। নিজের কষ্ট সহজে অন্যকে বুঝতে দেন না। আপনি ভ্রমণপ্রিয়, দেশ–বিদেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে পছন্দ করেন। আচার–ব্যবহারে যথেষ্ট আন্তরিক ও বন্ধুবৎসল হওয়ায় যেকোনো বয়সীদের সঙ্গে সহজে মিশতে পারেন। যেকোনো কিছু ঘটার আগে অন্তর্দৃষ্টির মাধ্যমে তা বুঝতে পারেন। ধর্মীয় ও রহস্যজনক বিষয়ের প্রতি আপনার আগ্রহ আছে। মীন রাশির জাতকেরা জলজাতীয় পণ্য, কৃষি ও শিক্ষকতায় পেশায় সফল হন। আপনার পায়ের পাতা ও আঙুলে সমস্যা থাকতে দেখা যায়। কারও কারও ক্ষেত্রে স্থূলতা, মেদাধিক্য থাকতে পারে। এ ছাড়া পায়ের পাতা বেঁকে যাওয়া বা অন্য কোনো ধরনের আঘাত বা অসুবিধা থাকতে পারে।

কেমন যাবে মীন রাশির ২০২৪

এ বছর নানারকম চ্যালেঞ্জ মোকাবিলা করে ধাপে ধাপে সাফল্যের পথে অগ্রসর হবেন। আর্থিক দিক মোটামুটি ভালো যেতে পারে। আয়–উপার্জন বৃদ্ধির সুযোগ আসতে পারে। আমদানি–রপ্তানির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। বৈদেশিক লেনদেনে দীর্ঘসূত্রতা দেখা যেতে পারে। শিক্ষকতা পেশার অনেকেই উচ্চতর বিষয়ে জ্ঞানার্জন ও গবেষণার সুযোগ পাবেন। ব্যক্তিগত বা পারিবারিক জীবনে সমস্যার কারণ হতে পারে এমন বিষয়গুলো থেকে সচেতনভাবে দূরে থাকুন। নিজের শরীরের যত্ন নিন। কাছে কিংবা দূরে ভ্রমণের সুযোগ পেতে পারেন।

Related articles

Recent articles

spot_img