6 C
New York

কেমন যাবে কুম্ভ রাশির ২০২৪

Published:

অধিপতি গ্রহ: পাশ্চাত্যমতে ইউরেনাস, প্রাচ্যমতে শনি

শুভ রত্ন: ইন্দ্রনীলা

শুভ রং: সাদা, লাল ও হলুদ

শুভ সংখ্যা: ২, ৩, ৬, ৭ ও ৯

শুভ বার: সোম, মঙ্গল, বৃহস্পতি ও শুক্র

বৈশিষ্ট্য: আপনি যথেষ্ট ধৈর্যশীল ও সতর্ক। অতিরিক্ত সতর্কতা অনেক সময় সুযোগ হাতছাড়া হওয়ার কারণ হতে পারে। একাধিক বিষয়ের প্রতি আপনার আগ্রহ আছে। তবে সফল হওয়ার জন্য একটা সুনির্দিষ্ট বিষয়ে পরিপূর্ণ দক্ষতা অর্জন করার চেষ্টা করুন। প্রচলিত নিয়ম ও শৃঙ্খল ভেঙে আপনি নতুন কিছু করতে চান। তবে নিজেকে শৃঙ্খলিত করতে পারলেই আপনি সফল হবেন। আপনি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ও পরোপকারী। নিত্যনতুন আবিষ্কারের প্রতি সহজাত আকর্ষণ আছে। যথেষ্ট পরিশ্রমী। আপনার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের সংখ্যা খুবই কম। যোগাযোগমূলক কাজে আপনার দক্ষতা বিশেষভাবে প্রশংসনীয়। কম–বেশি সব বিষয় সম্পর্কে ধারণা রাখার চেষ্টা করেন। অধিকাংশ সময়ই আপনি স্বাধীন পেশার প্রতি আগ্রহী হয়ে থাকেন। শরীরের দুর্বলতম স্থান হচ্ছে হাঁটু ও গোড়ালি। কারও কারও পায়ে আঘাত, মচকানো বা অন্য কোনো সমস্যা থাকতে দেখা যায়।

কেমন যাবে কুম্ভ রাশির ২০২৪

এ বছর আপনার জন্য পরিশ্রমের বছর। অলসতায় সময় নষ্ট করলে এর জন্য পরে পস্তাতে হতে পারে। লোকে কী ভাববে, এ চিন্তা না করে কাজে নেমে পড়ুন। কাজকে ভালোবাসলে সফলতা আপনার জন্য অবধারিত। আলস্য ও খেয়ালিপনা সাফল্যের পথে বাধার কারণ হতে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণের মাধ্যমে নতুন কারও সঙ্গে পরিচয় ও ভাগ্যোন্নয়নের সুযোগ তৈরি হতে পারে। কথাবার্তায় বিশেষ সতর্কতার প্রয়োজন আছে। আর্থিক দিক সাময়িকভাবে চ্যালেঞ্জিং হতে পারে। কারও কারও ক্ষেত্রে বাড়ি বা বাহন কেনা হতে পারে।

Related articles

Recent articles

spot_img