13.4 C
New York

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার দিনক্ষণ জানা যাবে ২ এপ্রিল

Published:

দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছেন উপাচার্যরা। আগামী ২ এপ্রিল জুম প্ল্যাটফর্মে এ বৈঠক হবে। ওইদিন কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার আনুষ্ঠানিক দিনক্ষণ জানা যাবে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক ড. লুৎফুল আহসান বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার বিষয়ে আগামী ২ এপ্রিল জুম মিটিং আছে। সেখানে ভর্তি পরীক্ষাসহ সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর বিজ্ঞপ্তি আকারে সবকিছু জানানো হবে।

জানা গেছে, গত কয়েক বছর ৮টি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার নতুন করে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন পেয়েছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। নতুন এ বিশ্ববিদ্যালয়টিসহ ৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবার কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়গুলো হলো, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

এএএইচ/এসআইটি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img