20.6 C
New York

এসএসসি পরীক্ষায় অর্থনীতিতে প্রশ্ন আসবে সব অধ্যায় থেকেই

Published:

প্রিয় পরীক্ষার্থী, অর্থনীতিতে ভালো নম্বর পাওয়া বেশ সহজ। একটু মনোযোগ সহকারে পড়লেই তোমরা তা পেতে পারো। এ বছর তোমাদের পুরো বইয়ের সব অধ্যায় থেকে প্রশ্ন আসবে।

  • বহুনির্বাচনিতে ভালো করতে হলে পুরো বইয়ের গুরুত্বপূর্ণ তথ্য ও তত্ত্বগুলো মনে রাখবে। প্রয়োজনে পাঠ্যবইয়ের পাতায় পাতায় গুরুত্বপূর্ণ তথ্যগুলোর নিচে দাগ দিয়ে রাখবে। যাতে করে পাঠ্যবইয়ে চোখ বুলালে সহজে সে তথ্যগুলো নজরে পড়ে।

  • অর্থনীতির জনক, ধর্মতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা, আয়ের বৃত্তাকার প্রবাহ দরকারি বিষয়ে তা ভালো করে পড়বে।

  • বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে, তা মনে রেখো যেমন গড় উৎপাদন = মোট উৎপাদন ÷ মোট শ্রম উপকরণ; S= y-c; মাথাপিছু জিডিপি = কোনো নির্দিষ্ট বছরে মোট দেশজ উৎপাদন ÷ ওই বছরের মধ্য সময়ের মোট সংখ্যা; সুষম বাজেট = মোট আয়–মোট ব্যয় = 0 হয়

  • বাজার অধ্যায়ের একচেটিয়া বাজার, অলিগোপলি বাজার, একচেটিয়া প্রতিযোগিতা মূলক বাজার সম্পর্কে ভালো ধারণা রাখবে।

  • মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় আয়, নিট জাতীয় আয় বিষয়গুলো একই ধরনের, অনেকে গুলিয়ে ফেলে। তাই এগুলো বুঝে পড়বে।

  • দশম অধ্যায়ের কর রাজস্ব, মূল্য সংযোজন কর, আয় ও মুনাফার ওপর কর, করবহির্ভূত রাজস্ব নিয়ে পরিষ্কার ধারণা রাখবে। সুষম বাজেট, অসুষম বাজেট উদ্বৃত্ত বাজেট, ঘাটতি বাজেট অংশ ভালো করে পড়বে।

  • অর্থ ও ব্যাংক ব্যবস্থা অধ্যায়ে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, নিকাশ ঘর, রেমিট্যান্সের বিষয়ে ভালো করে পড়বে। দারিদ্র্যের দৃষ্টান্ত, সামাজিক ব্যয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মৌসুমি বেকারত্ব এবং এনজিও সম্পর্কে বিস্তারিত পড়বে।

  • অর্থনীতিবিদের নাম, বইয়ের নাম, সূত্র, সাল, পরিমাণ ইত্যাদি যেন ভুল না হয় সেদিকে খেয়াল রাখবে। পরীক্ষার খাতায় লেখা শেষে রিভিশন দিতে ভুলবে না ।

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

Related articles

Recent articles

spot_img