20.6 C
New York

ইসলাম ও নৈতিক শিক্ষা – এসএসসি ২০২৪

Published:

অধ্যায় ৫

১. সবার কাছে গ্রহণীয় চারিত্রিক বৈশিষ্ট্য কোনটি?

ক. বদান্যতা খ. অসহনশীলতা

গ. দলাদলি ঘ. আড়ম্বরতা

২. ইসলামে ‘আইয়ামে জাহেলিয়া’ বলতে কী বোঝায়?

ক. কুসংস্কার ও মূর্তিপূজার যুগকে

খ. মহানবি (সা.)-এর আবির্ভাবের পূর্ব যুগকে

গ. প্রত্যেক নবির আগমনের যুগকে

ঘ. প্রতিটি মানবতাহীন বর্বর যুগকে

৩. আরবদের সংস্কৃতি চর্চার মাধ্যম ছিল কোনটি?

ক. গীতিকবিতা খ. নাটক

গ. নাচ ঘ. গান

৪. জাহেলিয়া যুগের ঘোর অন্ধকারের মধ্যেও আরবদের কোন দিকটি প্রশংসার দাবি রাখে?

ক. সামাজিক ব্যবস্থা

খ. অর্থনৈতিক অবস্থা

গ. সংস্কৃতি চর্চা

ঘ. ধর্মীয় অবস্থা

৫. ‘আস-সাবউল মুআল্লাকাত’ অর্থ কী?

ক. সাতটি ঝুলন্ত গীতিকবিতা খ. মুখরোচক কাহিনি

গ. প্রবাদ-প্রবচন ঘ. আরবদের জীবনালেখ্য

৬. মহানবি মুহাম্মদ (সা.) ব্যবসার উদ্দেশ্যে কোথায় গিয়েছিলেন?

ক. লেবানন খ. সিরিয়া

গ. মদিনা ঘ. তায়েফ

৭. ‘হাজরে আসওয়াদ’ স্থাপনের ঝগড়া কে মীমাংসা করেন?

ক. হজরত ইব্রাহিম (আ.) খ. আবু জাহেল

গ. হজরত মুহাম্মদ (সা.) ঘ. আবু সুফিয়ান

৮. মহানবি (সা.) কীভাবে প্রচুর সম্পদের মালিক হন?

ক. অলৌকিকভাবে

খ. ব্যবসা করে

গ. খাদিজার আন্তরিকতা ও সৌজন্যে

ঘ. উত্তরাধিকার সূত্রে

৯. মহানবি (সা.)-এর কাছে প্রথম ওহি আসে কবে?

ক. ৬১০ খ্রিষ্টাব্দে খ. ৬১৫ খ্রিষ্টাব্দে

গ. ৬২০ খ্রিষ্টাব্দে ঘ. ৬৩০ খ্রিষ্টাব্দে

১০. রাসুল (সা.) কত খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেছিলেন?

ক. ৬২২ খ্রিষ্টাব্দে খ. ৬২৩ খ্রিষ্টাব্দে

গ. ৬৩২ খ্রিষ্টাব্দে ঘ. ৬৩৩ খ্রিষ্টাব্দে

১১. আনসার শব্দের অর্থ কী?

ক. সাহায্যকারী খ. ভ্রমণকারী

গ. হিজরতকারী ঘ. ইবাদতকারী

১২. ‘দারুল আরকাম’ কী?

ক. একটি শিক্ষাপ্রতিষ্ঠান

খ. প্রার্থনা গৃহ

গ. একটি হানাফি বিদ্যালয়

ঘ. মানচিত্রের নির্দেশনা

১৩. ‘আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত ও স্বাধীন।’—কথাটি মহানবি (সা.) কখন বলেছিলেন?

ক. বিদায় হজের ভাষণে

খ. মক্কা বিজয়ের পর

গ. বদরের যুদ্ধে

ঘ. খন্দকের যুদ্ধে

১৪. কোনটির পাশে ‘জাবালে রহমত’ অবস্থিত?

ক. মক্কা শরিফ

খ. মদিনা শরিফ

গ. বদর প্রান্তর

ঘ. আরাফাতের ময়দান

১৫. কোন সাহাবি তাঁর সমুদয় সম্পত্তি আল্লাহ তায়ালার রাস্তায় দান করেছলেন?

ক. যায়দ বিন সাবিত (রা.)

খ. হজরত উসমান (রা.)

গ. হজরত আলী (রা.)

ঘ. হজরত আবু বকর (রা.)

১৬. মুসাইলামাতুল কাজ্জাব কে?

ক. একজন মুশরিক

খ. একজন ভণ্ডনবি

গ. একজন ব্যবসায়ী

ঘ. একজন যোদ্ধা

১৭. হজরত আবু বকর (রা.) কিসের ব্যবসা করতেন?

ক. সোনার খ. খেজুরের

গ. কাগজের ঘ. কাপড়ের

১৮. হজরত আবু বকর (রা.)-কে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল কেন?

ক. হিজরতের সঙ্গী হওয়ায়

খ. মিরাজের ঘটনা বিশ্বাস করায়

গ. সততার কারণে

ঘ. ইসলাম গ্রহণ করায়

১৯. হজরত আবু বকর (রা.)–কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

ক. চূড়ান্তভাবে কোরআন সংকলন করায়

খ. আইনের শাসন প্রতিষ্ঠা করায়

গ. চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়

ঘ. যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

২০. কোন খলিফা কৃষিকাজের উন্নয়নে খাল খনন করেন?

ক. হজরত আবু বকর (রা.) খ. হজরত উসমান (রা.)

গ. হজরত আলী (রা.) ঘ. হজরত উমর (রা.)

২১.একই পাঠ রীতি প্রচলনে আল–কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

ক. হজরত আবু বকর (রা.)

খ. হজরত উমর (রা.)

গ. হজরত উসমান (রা.)

ঘ. হজরত আলী (রা)

২২. হজরত উসমান (রা.) কর্তৃক কুরআনের পুনঃসংকলনের কারণ কী ছিল?

ক. আধুনিকীকরণ খ. একই পঠনরীতির প্রচলন

গ. হরকত সংযোজন ঘ. ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন

২৩. কাকে ‘আসাদুল্লাহ’ উপাধি প্রদান করা হয়?

ক. হজরত আবু বকর (রা.)

খ. হজরত উমর (রা.)

গ. হজরত উসমান (রা.)

ঘ. হজরত আলী (রা)

২৪. হজরত আলী (রা) ‘আসাদুল্লাহ’ উপাধি পেয়েছিলেন কিসের জন্য?

ক. অসীম সাহসিকতা

খ. হুদায়বিয়ার সন্ধি লেখা

গ. কামুস দুর্গ জয়ের জন্য

ঘ. জ্ঞান সাধনা

২৫. মহানবি (সা.) মক্কায় যে শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তোলেন, তার নাম কী?

ক. দারুস সালাম খ. দারুল আরকাম

গ. দারুল আমান ঘ. বাইতুল্লাহ শরিফ

২৬. খলিফা মামুন শিক্ষার জন্য যে প্রতিষ্ঠান গড়ে তোলেন, তার নাম কী?

ক. বায়তুন নাজাত খ. বায়তুল আমান

গ. বায়তুল হিকমাহ ঘ. বায়তুল ফালাহ

২৭. ইমাম আযম বা বড় ইমাম বলা হয় কাকে?

ক. ইমাম আবু হানিফা (র.)

খ. ইমাম গাযালি (র.)

গ. ইমাম ইসমাইল বুখারি (র.)

ঘ. ইমাম জাবির আত-তাবারি (র.)

২৮. খলিফা আল মানসুর কাকে প্রধান বিচারপতির পদ প্রস্তাব করেন?

ক. ইমাম গাযালি (র.)

খ. ইমাম শাফেয়ি (র.)

গ. ইমাম বুখারি (র.)

ঘ. ইমাম আবু হানিফা (র.)

২৯. ‘হুজ্জাতুল ইসলাম’ নামে প্রসিদ্ধ ছিলেন কোন মনীষী?

ক. ইমাম গাযালি (র.)

খ. ইবনে জারির তাবারি (র.)

গ. ইবনে তাইমিয়াহ (র.)

ঘ. খাজা মঈনুদ্দীন চিশতী (র.)

৩০. ধর্ম ও নৈতিকতার সঙ্গে কে সুফিবাদের ওপর গুরুত্ব দেন?

ক. ইমাম তাবারি খ. ইমাম গাযালি

গ. ইমাম তিরমিযি ঘ. ইমাম নাসায়ি

৩১. ‘আল জুদাইরি ওয়াল হাসবাহ’ গ্রন্থটি কী বিষয়ক?

ক. বসন্ত ও হাম খ. জ্বর

গ. বর্ষপঞ্জি ঘ. বিজ্ঞান

৩২. ‘আল-উসতাদ’ হিসেবে খ্যাত কে?

ক. আল-বিরুনি

খ. আল-খারিজমি

গ. আবদুল্লাহ আল-বাতানি

ঘ. আলি তাবারি

৩৩. কোন গ্রন্থটিকে চিকিত্সাশাস্ত্রের বাইবেল বলা হয়?

ক. মুজামুল বুলদান

খ. কিতাবুল মানাযির

গ. আল-কানুন ফিত-তিব্ব

ঘ. কিতাবুল জিবার ওয়াল মুকাবালা

৩৪. ‘কুল্লিয়াত’ গ্রন্থের রচয়িতা কে?

ক. ইবনে খালদুন

খ. ইবনে রুশদ

গ. ইবনে সিনা

ঘ. নাসির উদ্দিন তুসি

৩৫. রসায়নশাস্ত্রের জনক কে?

ক. আল–বিরুনি

খ. ইবনে সিনা

গ. জাবির ইবনে হাইয়ান

ঘ. হাসান ইবনে হায়সাম

৩৬. কোন মনীষী সর্বপ্রথম প্লেটো ও অ্যারিস্টটলের মতবাদ সমন্বয় করার চেষ্টা করেন?

ক. ইবন রুশদ খ. জুননুন মিসরি

গ. আল-কিন্দি ঘ. আল-বিরুনি

৩৭. নিউপ্লেটোনিজমের উদ্ভাবক কে ছিলেন?

ক. আল কিন্দি

খ. জুননুন মিসরি

গ. আল কাসি

গ. জাবির ইবনে হাইয়ান

৩৮. Theology of Aristotle কী বিষয়ক গ্রন্থ?

ক. ধর্মতত্ত্ব খ. দর্শন

গ. জ্যোতির্বিদ্যা ঘ. রাষ্ট্রবিজ্ঞান

৩৯. ‘মুজামুল বুলদান’ গ্রন্থখানা কার লেখা?

ক. আল মাসুদি

খ. ইয়াকুত ইবনে আবদুল্লাহ

গ. জাবির ইবনে হাইয়ান

ঘ. হাসান ইবনে হায়সাম

৪০. কামুস দুর্গ কোথায় অবস্থিত?

ক. মদিনায় খ. ইরাকে

গ. খাইবারে ঘ. সিরিয়ায়

৪১. ‘হিসাব আল জাবর ওয়াল মুকাবালা’ কোন বিষয়ের গ্রন্থ?

ক. ভূগোল খ. চিকিত্সা

গ. গণিত ঘ. রসায়ন

৪২. আল মুকাদ্দিমা নামক গ্রন্থের রচয়িতা কে?

ক. উমর খৈয়াম খ. আত-তাবারি

গ. আল মাসুদি ঘ. ইবনে খালদুন

৪৩. ‘কিতাবুল মানাযির’ গ্রন্থের প্রণেতা কে?

ক. ইয়াকুত ইবনে আবদুল্লাহ

খ. জাবির ইবনে হাইয়ান

গ. মুসা আল-খাওয়ারেযমি

ঘ. হাসান ইবনে হায়সাম

৪৪. মাধ্যাকর্ষণ শক্তির প্রথম ধারণা দিয়েছিলেন কে?

ক. আল–বিরুনি

খ. হাসান ইবনে হাইসাম

গ. আলি তাবারি

ঘ. স্যার আইজ্যাক নিউটন

৪৫. মসজিদে নববি কখন জ্ঞান–বিজ্ঞান চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল?

ক. হিজরতের পর

খ. বদরের যুদ্ধের পর

গ. মক্কা বিজয়ের পর

ঘ. হুদায়বিয়ার সন্ধির পর

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১.ক ২.খ ৩.ক ৪.গ ৫.ক ৬.খ ৭.গ ৮.গ ৯.ক ১০.ক ১১.ক ১২.ক ১৩.খ ১৪.ঘ ১৫. ঘ ১৬.খ ১৭.ঘ ১৮.খ ১৯.গ ২০.ঘ ২১.গ ২২.খ ২৩.ঘ ২৪.গ ২৫.খ ২৬.গ ২৭.ক ২৮.ঘ ২৯.ক ৩০.খ ৩১.ক ৩২.ক ৩৩.গ ৩৪.খ ৩৫.গ ৩৬.গ ৩৭.ক ৩৮.ক ৩৯.খ ৪০.গ ৪১.গ ৪২.ঘ ৪৩. ঘ ৪৪.খ ৪৫.গ

নূরে আলম ফেরদৌস, উপাধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা

Related articles

Recent articles

spot_img